খাগড়াছড়ি শহর পার হলেই "আলুটিলা গুহা" নামক তৃতীয় শ্রেণির একটা ট্যুরিস্ট স্পট আছে। ঢুকতে ২০ টাকা নেয়। পাব্লিকের রিভিউ দেখে এই জায়গাটায় যাওয়া! গুহা কিংবা গুহ্য টাইপের কিছুর প্রতিই আমার আগ্রহ নাই। সংগীদের বিশ্বজয়ী উৎসাহের কারণে গেলাম। প্রথমে মশাল লাগবে ভাবছিলাম। কিন্তু মোবাইলের আলোতেই কম্ম সারা গেছে। এইখানে না আইসা ঘরে বাত্তি নিভায়া মমতাজের গান শুইনলে এরচে বেশী মজা! যাকগে, এখানে টিকেটের ২০ টাকা ছাড়া কোন খরচা নাই।
আলুটিলা দেইখা গেলাম দিঘীনালা। সেইখানে গিয়া দুপুরের খাবার সারলাম। খরচ এখন অব্দি স্বাভাবিক।
দিঘীনালা থেকে বাইক ছুটালাম বেশ রোমাঞ্চকর ফিলিংস নিয়ে৷ রাস্তায় তেমন গাড়ী নেই। বাঘাইহাট নামক আর্মি ক্যাম্পে আমাদের থামিয়ে রেজিস্ট্রেশন করতে বললো। এখান থেকে সাজেক অব্দি ওরাই গার্ড দিয়ে নিয়ে যায়। আমাদের মতো আরো অনেকেই ৩ টা বাজার অপেক্ষায় আছে। সকাল ৮ টা আর দুপুর ৩ টা হচ্ছে সাজেক যাওয়ার নির্ধারিত টাইম।
দিঘীনালা থেকে বাইক ছুটালাম বেশ রোমাঞ্চকর ফিলিংস নিয়ে৷ রাস্তায় তেমন গাড়ী নেই। বাঘাইহাট নামক আর্মি ক্যাম্পে আমাদের থামিয়ে রেজিস্ট্রেশন করতে বললো। এখান থেকে সাজেক অব্দি ওরাই গার্ড দিয়ে নিয়ে যায়। আমাদের মতো আরো অনেকেই ৩ টা বাজার অপেক্ষায় আছে। সকাল ৮ টা আর দুপুর ৩ টা হচ্ছে সাজেক যাওয়ার নির্ধারিত টাইম।
সাজেককে ''মিনি দার্জিলিং" বলা যায়! এখানে থাকার জায়গা এভেইলেবল। আমরা যে হোটেলে ছিলাম সেটার ভাড়া ছিল ১৫০০/-. রুমে দুইটা বালিশের সাথে বড় আর নরম একটা কোলবালিশও দিয়েছিল। ওইটা জড়ায়া ধরার সাথে সাথে আপনার ঘুমের জগতে স্বপ্ন চলে আসবে!
সাজেকে কোমল ড্রিংক পাওয়া গেলেও শক্ত ড্রিংক পাওয়া যায় না। তবে সব ব্র্যান্ডের সিগারেট অত্যন্ত ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়।
এখানে বউ নিয়া গেলে কেউ ম্যারেজ সার্টিফিকেট দেখতে চায় না। হানিমুনের জন্য বেস্ট! এমনকি ট্রায়ালের জন্যও!
সাজেকের আয়ের অন্যতম খাত ট্যুরিজম। এই আয়ের ফিফটি পারসেন্ট পায় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী (মানে শান্তিবাহিনী) আর বাকিটা প্রশাসন ও সেনাবাহিনী!
সাজেকে যেতে নিজের গাড়ী এবং নারী থাকলে আরাম পাবেন। দীঘিনালা থেকে সাজেকের চান্দের গাড়ীর ভাড়া অনেক বেশী। তবে সাজেক যেতে ট্যুর অপারেটরদের প্যাকেজ নেয়াটা বোকামি! ৬/৭ জনের গ্রুপ গেলে গড়ে ৩০০০ টাকার বেশী খরচ হবে না। আর নিজেরা বাইক/গাড়ী নিয়ে গেলে তেমন খরচই নেই!
The on-line playing industry is going from power to power and through the incorporation of revolutionary and dynamic technologies, it’s growth is ready to proceed exponentially for the foreseeable future. At a time when many market segments are 1xbet struggling, iGaming is weathering to storm and finding new methods to meet the wants of shoppers round the} world. This has led to an uptick within the number of individuals requesting details about an internet gaming license.
ReplyDelete